Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

বাঘ ও সিংহের সাফারী পরিভ্রমন-

বাঘ ও সিংহের বেষ্টনীতে সাফারী বাস ও জীপে করে পর্যটকগণ প্রাকৃতিক পরিবেশে বিচরণকৃত বাঘ ও সিংহ দেখতে পাবেন। ইতিমধ্যে বাঘ ও সিংহ অবমুক্ত করা হয়েছে।

কালো ভল্লুক সাফারী পরিভ্রমন-

এ বেষ্টনীতে মুক্ত অবস্থায় ০৮টি কালো ভল্লুক আছে। মিনিবাস ও জীপে চড়ে পর্যটকগণ প্রাকৃতিক পরিবেশে ভল্লুক দেখতে পাবেন।

আফ্রিকান সাফারী পরিভ্রমণ-

এ বেষ্টনীতে অবমুক্ত আছে জিরাফ, জেব্রা, ব্লু ওয়াল্ডবিস্ট, ব্ল্যাক ওয়াল্ডিবিস্ট, ব্লেসবক ইত্যাদি। বাস ও জীপে চড়ে এসকল প্রাণী প্রাকৃতিক পরিবেশে দেখতে পাবেন।

পার্কের প্রবেশ ফি-

১। প্রাপ্ত বয়স্ক প্রতি জন-৫০ টাকা।

২। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের নিচে)- ২০ টাকা।

৩। ছাত্র/ছাত্রী- (প্রতি জন)- ১০ টাকা।

৪। শিক্ষা সফরে আগত শিক্ষার্থী গ্রুপ (৪০-১০০জন) শিক্ষা প্রতিষ্ঠানের পত্র সহ- ৪০০ টাকা।

৫। শিক্ষা সফরে আগত শিক্ষার্থী গ্রুপ (১০০ জনের উপরে) শিক্ষা প্রতিষ্ঠানের পত্র সহ- ৮০০ টাকা।

৬। বিদেশী পর্যটক (প্রতি জন)- ০৫ ইউএস ডলার বা সমপরিমাণ অর্থ

পার্কিং ফি-

১। বাস/কোচ/ট্রাক প্রতিটি- ২০০ টাকা।

২। মিনিবাস/মাইক্রোবাস প্রতিটি- ১০০ টাকা।

৩। কার/জীপ প্রতিটি- ৬০ টাকা।

৪। অটোরিক্সা/টেম্পু (সিএনজি) প্রতিটি- ২০ টাকা।

অন্যান্য ফি-

১। গাড়ীতে করে সাফারী পার্ক পরিদর্শন (প্রাপ্ত বয়স্ক) প্রতি জন- ১০০ টাকা।

২। গাড়ীতে করে সাফারী পার্ক পরিদর্শন (অপ্রাপ্ত বয়স্ক) প্রতি জন- ৫০ টাকা।

৩। ক্রাইন ফিজন্ট এ্যাফয়ারী পরিদর্শন- ১০ টাকা।

৪। ধনেশ এ্যাভিয়ারী পরিদর্শন- ১০ টাকা।

৫। প্যারট এ্যাভিয়ারী পরিদর্শন- ১০ টাকা।

৬। প্যাডেল বোটে ভ্রমন (ত্রিশ মিনিট)- ২০০ টাকা।