Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সাফারী পার্কের মূল্য উদ্দেশ্য-

১। শাল বনের বন্য প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র সঙরক্ষণ।

২। বাংলাদেশের বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীকে নিজ আবাসস্থলে এবং আবাসস্থলের বাহিরে সংরক্ষণ ও উন্নয়ন সাধন।

৩। ঢাকা মহানগরীর অতি নিকটে ইকো-ট্যুরিজমের সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

৪। চিত্তবিনোধন, শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার সুযোগ সৃষ্টি করা।

৫। বন্যপ্রাণীর খাদ্য উপযোগী ফলজ, ফডার ও মিশ্র প্রজাতীর বাগান সৃজন।

৬। শালবনের বন্য প্রাণী যেমন- বানর, মায়া হরিণ, বেজী, বনরুই, বাঘদাস, বন বিড়াল, খরগোশ, শিয়াল, খেকশিয়াল ও অজগরসহ বিপন্ন বন্য প্রাণীর নিরাপদ আবাস্থল সৃষ্টি ও সংরক্ষণ করা।

৭। বিরল ও বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী যেমন- বাঘ, চিতাবাঘ, সাম্বার হরিণ, মায়া হরিণ, চিত্রা হরিণ, প্যার হরিণ এবং অন্যান্য তৃণভোজী বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি করা।

৮। গন্ডার, এশীয় হাতি, পরিযায়ী পাখি, জলজ পাখি, বনছাগল, সিংহ, শ্লথ বীয়ার, কালো ভল্লুক, মিঠা পানির কুমির, লোনা পানির কুমির, নীল গাই, জলহস্তী ইত্যাদি বিপন্ন ও বিলুপ্ত বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকরণ।

৯। আহত ও উদ্ধারকৃত বন্যপ্রাণীর চিকিৎসার নিমিত্তে বন্যপ্রাণীর সেবাশ্রম ও হাসপাতাল স্থাপন।

১০। সারাদেশে বন্যপ্রাণী সংরক্ষণে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি।